আজঃ রবিবার ২৮-০৪-২০২৪ খ্রিস্টাব্দ || বঙ্গাব্দ
নির্বাহী পরিচালকের বাণী

দেশের দারিদ্র বিমোচনে প্রাথমিক স্বাস্থ্য সেবার অবদান অপরিসীম। সরকার স্বাস্থ্য সেবা জনগণের দোড় গোঁড়ায় পৌঁছে দিতে হাসপাতালগুলোর পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিপুল সংখ্যক কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু করলেও সেগুলোতে পর্যাপ্ত সংখ্যক মানসম্মত জনবলের অভাবে সরকার তার কাঙ্খিত লক্ষ্য পূরণ করতে পারছে না। প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) পল্লীচিকিৎসক পর্যায়ের বিভিন্ন কোর্সে প্রতি বছর শিক্ষার্থী ভর্তির মাধ্যমে মানসম্মত টেকনোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, ডেন্টিস্ট, নার্স ও সহকারি ডাক্তার তৈরি করছে এবং এদের কর্মসংস্থানের পাশাপাশি গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার চেষ্টা করছে।

মোঃ নাসির উদ্দীন
নির্বাহী পরিচালক
প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ)
প্রধান কার্যালয়ঃ মাইকেল মোড়, কেশবপুর বাজার, যশোর।